Home » » Shikari | Bangla Full HD 1080p | Shakib Khan | Srabonti | Rahul Dev | Movie Review By Shokun Maayre Baap

Shikari | Bangla Full HD 1080p | Shakib Khan | Srabonti | Rahul Dev | Movie Review By Shokun Maayre Baap

Shikari is a joint venture film of India & Bangladesh. It is a film og official remake of Tamil Movie Adhavan. It Is a Super Duper hit film in both countries. It is one of the best film in Shakib Khan carrier. He acted there as Sultan. 
Movie: Shikari
Cast: Shakib Khan, Srabonti, Sabyasachi Chakraborty , Rahul Dev, Amit Hasan.
Director: Joydeep, Simanto
Produced By: Eskay Movies & Jaaz Multimedia
Facebook: https://www.facebook.com/shokunmaayre...
Web: http://shokunmaayrebaap.blogspot.com
twitter: https://twitter.com/SumonAnil
Googleplus: https://plus.google.com/u/0/118018205...

এবার ঈদে দুই বাংলার যৌথ প্রযোজনার সিনেমা শিকারী মুক্তি পেয়েছে শুধুমাত্র এপার বাংলায়, ওপার বাংলায় পরে মুক্তি দেয়া হবে। সিনেমাটিতে অভিনয় করেছেন ঢালিউড কিং শাকিব খান, কলকাতার লাস্যময়ী নায়িকা শ্রাবন্তী, শক্তিমান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, বলিউড অভিনেতা রাহুল দেব প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী ও জাকির হোসেন সীমান্ত। সিনেমাটি প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজ। তবে জাজ মাল্টিমিডিয়াই ৭০% লগ্নি করেছেন আর বাকিটা এস কে মুভিজ। শিকারী সিনেমাটি তামিল সিনেমা আধাভান এর অফিসিয়াল রিমেক।সিনেমাটি এযাবৎ পর্য
ন্ত এবারের ঈদের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা। সাধারণ দর্শক ও সমালোচক সবাই সিনেমাটির খুব প্রশংসা করেছেন। বিশেষ করে শাকিব খানের প্রশংসা করেছেন। শাকিব খান প্রমাণ করে দিয়েছেন নির্মাণ ভালো হলে তার সিনেমাও সব শ্রেণীর দর্শক সিনেমা হলে গিয়ে দেখবে। যারা আগে শাকিব খানকে আমজনতার নায়ক বলতেন সিনেমাটি দেখার পর তারাও শাকিব খানের ভক্ত হয়ে গেছেন।সর্বোপরি এটা একটি মশলাদার সিনেমা। নির্মাতারা খুব ভালভাবেই পরিকল্পনা করে সব শ্রেণীর দর্শকদের ভালো লাগার উপকরণ যোগ করেছেন। যেমন রুদ্র চৌধুরীর পরিবারের ক্লাইমেক্স স্টার জলসার সিরিয়ালের দর্শকদের কথা ভেবে, কয়েকটা রবীন্দ্র সঙ্গীত ইন্টেলেকচুয়াল দর্শকদের কথা ভেবে, হারাবো তোকে ও আর কোন কথা না বলে গান দুটি নতুন প্রজন্মের কথা ভেবে, সিনেমার অ্যাকশন আর উঠ ছুরি তোর বিয়ে গানটা প্রবণ দর্শকদের কথা ভেবে। তবে নির্মাতারা সহ শাকিব খান সফল কারন হল ভর্তি দর্শকদের অগনিত শিস আর করতালিই বলে দেয় দর্শকদের সিনেমাটি কতটা ভালো লেগেছে। তবে সিনেমাটিতে কিছু অসামঞ্জস্যতা ও ভুলও চোখে পড়ার মত। সিনেমাটির একটি দৃশ্যে দেখা যায় সুলতান আস্ত মাছ ও মিষ্টি কুমড়া কেটে অস্ত্র বের করছে, তাহলে অস্ত্র গুলো ভিতরে ঢুকিয়েছিল কিভাবে, যদি কেটেই অস্ত্র গুলো ঢুকিয়ে থাকে তবে তো সেখান দিয়েই বের করা যেত, তাছাড়া মিষ্টি কুমড়া একদমই আস্ত ছিল দৃশ্যটাতে।রুদ্র চৌধুরীর বাড়িতে সুলতানের এন্ট্রি হয় গান গাইতে গাইতে, বাড়ির কাজের লোক হয়ে আসা একজনের শুরুতেই এত সাহস সত্যি বেমানান। সুলতান জানতে পারে যে রুদ্র চৌধুরীই তার বাবা তাই সে তাকে বাচাতে চায়, তবে তার বাসে বোম সেট করে কেন, যদি সেটা কাউকে দেখানোর জন্যই করে তবে বোম অ্যাক্টিভ না করে লাগেলেই তো পারতো। তাছাড়া বাড়ির এত সুন্দর স্মার্ট একটা মেয়ে চুটকি কেন পালানোর জন্য বাসের নিচের ময়লা জায়গা বেছে নিলো অন্য কোন জায়গা ছিল না, আর বোমটা কেনইবা চুটকির চোখে পড়লো না। এছাড়া পরবর্তীতে গিটারের ভিতর ওত বড় বোম কিভাবে ঢোকালেন, গিটারের তারতো খুব শক্ত থাকে।শুটার যতক্ষণ রুদ্রর দিকে নিশানা লাগাচ্ছিলেন ততক্ষণে কয়েকজনকে মেরে ফেলা যেত। এছাড়া সুলতানের মা কেনই বা চুটকিকে তার ছেলের দেয়া গিফট তিনি খুলবেন, আসলে তাকে মেরে ফেলার জন্যই এই নাটকীয়তার জন্ম দেয়া হয়েছে। আর এই প্রযুক্তির যুগে রুদ্র চৌধুরী কেন তার প্রমাণ গুলো শুধু ল্যাপটপ আর পেনড্রাইভে রাখলেন, ওগুলোতো গুগল ড্রাইভেও রাখা যেত। তারপর সুলতান রুদ্র চৌধুরী আর চুটকিকে নিয়ে কোথায় পালিয়ে যাচ্ছিলেন সেটাও প্রতিষ্ঠিত হয়নি। তবে সর্বোপরি দর্শকরা সিনেমাটি খুবই উপভোগ করেছেন, এবং সিনেমাটি শাকিব খানের ক্যারিয়ারে এক নতুন মোড় যোগ করেছে।
Share this article :

0 comments:

Post a Comment

 
Copyright © 2015 Shokun Maayre Baap
Distributed By Gooyaabi Templates